শেরপুর নিউজ ডেস্ক:
স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে দেশ ছাড়েন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সকাল ৮টায় বাংলাদেশ বিমানে ঢাকা থেকে রওনা হন খন্দকার মোশাররফ। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে খন্দকার মোশাররফ মস্তিস্কে রেডিওথেরাপি দেওয়া হয়। টানা দুই মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। দেশের হাসপাতালেও একাধিকবার তাকে ভর্তি করা হয়েছিল।