সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন- শুভলী উত্তরপাড়া গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪) ও একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, দুপুরের পর বাড়ির পাশে ওই দুই শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে জলাশয়ের পানিতে ডুবে নিখোঁজ হন তারা। দীর্ঘ সময় ওই দুই শিশু বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের জলাশয়ে প্রথমে শিশু ছামিহার মৃতদেহ ভেসে ওঠে। পরবর্তীতে ঘন্টাব্যাপি খোঁজাখুঁজির পর আরেক শিশু রবিউলের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। পাশাপাশি তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহত শিশুদের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

শেরপুরে আওয়ামী লীগ নেতা গোলাম রফিক গ্রেপ্তার

শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সীমাবাড়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =

Contact Us