সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া: অধিনায়ক শান্ত

বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া: অধিনায়ক শান্ত

শেরপুর নিউজ ডেস্ক:

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে যাবে দল। বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের ফটোশুট শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কাজ করছি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিবে। শান্ত বলেন, এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮টি দলের সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। আমরাও সেই আটটি দলের মধ্যে আছি। এই আটটি দলেরই সামর্থ্য আছে। আমি বিশ্বাস করি দলের লক্ষ্য পূরণের সামর্থ্য আমাদের আছে।

 

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। আইসিসির ইভেন্টে এখন পর্যন্ত সেটাই টাইগারদের সেরা সাফল্য। এরপর থেকে ওয়ানডে ফরম্যাটে নিজেদেরকে অন্যতম সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করে তুলে বাংলাদেশ। যদিও আইসিসির কোনো ইভেন্টে ট্রফি জিততে পারেনি টাইগাররা।

সম্প্রতি আইসিসি রিভিউতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খুব বেশি সম্ভাবনা নেই। বাংলাদেশের চেয়ে বরং আফগানিস্তানকে এগিয়ে রাখছেন তিনি। পন্টিংয়ে মন্তব্য সম্পর্কে জানতে চাইলে শান্ত বলেন, আমার কোনো মন্তব্য নেই।

বড় লক্ষ্য দলের ওপর চাপ সৃষ্টি করবে না উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি না, আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তার জন্য কেউ অতিরিক্ত চাপ অনুভব করবে। কারণ সবাই এটাই চায়, মনে প্রাণে চায় এবং ড্রেসিংরুমের সবাই বিশ্বাস করে আমাদের সেই সামর্থ্য আছে।

লাল-সবুজ জার্সিধারীদের ক্যাপ্টেন বলেন, আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে। আমি মনে করি আমরা কঠোর পরিশ্রম করছি এবং আমরা আমাদের লক্ষ্য নিয়ে সততার সঙ্গে কাজ করছি। প্রতিটি খেলোয়াড় বিশ্বাস করে আমরা প্রত্যাশা পূরণ করতে পারবো।

কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা খুব ভালো হয়নি। বিপিএলের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ওয়ানডে ম্যাচ নেই টাইগারদের। ‘এ’-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ম্যাচ খেলছে ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড।

বিপিএলে খেলার মধ্যে থাকায় এবং উইকেট ভালো হওয়ায় আশাবাদী শান্ত। তিনি বলেন, ফরম্যাটের দিক থেকে সামান্য পার্থক্য আছে। তবে আমার মনে হয় বিপিএলে ব্যাটাররা যেভাবে খেলেছে তাতে তারা ভালো ছন্দে ছিল। বিপিএলের ন্যায় আইসিসির উইকেটও ভালো থাকবে।

টাইগার কাপ্তান বলেন, ব্যাটাররা ভালো প্রস্তুতি নিয়েছে। ৫০-৬০ রানকে কিভাবে ১০০-১২০ এ নিতে পারাটা গুরুত্বপূর্ণ। বোলাররাও এই উইকেটে ভালো বল করেছে। টুর্নামেন্টের জন্য আমাদের এখনো ৬-৭ দিন সময় হাতে আছে। আমরা ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবো।

তিনি বলেন, টুর্নামেন্টে (বিপিএল) উইকেট ভালো ছিল এবং দুবাই ও পাকিস্তানে আমরা আরো ভালো উইকেট আশা করি।

বাংলাদেশ দল সব দিক থেকে ভারসাম্যপূর্ণ জানিয়ে শান্ত জানান, যেকোনো দল হারানোর সামর্থ্য আছে আমাদের। আমরা এখন বেশ ভারসাম্যপূর্ণ, শক্তিশালী পেস আক্রমণ এবং ভালো মানের স্পিনার আছে। আমাদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি।

টুর্নামেন্টটি চ্যালেঞ্জিং হবে জানিয়ে তিনি জানান, তার ধারণা পাকিস্তানের উইকেটে ৩’শর বেশি রান হবে। তবে দুবাইয়ে ২৬০-২৮০ রানের কাছাকাছি স্কোর হতে পারে।

শান্ত বলেন, আমরা পরিকল্পনা করবো এবং সেভাবেই লক্ষ্য নির্ধারণ করবো। আমার মনে হয়, যেকোনো উইকেটে সাফল্য অর্জনের জন্য খেলোয়াড় আমাদের আছে। শুধু আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানে বিপক্ষে খেলবে টাইগাররা।

Check Also

অভিষেকে ১৫০ রানের ইনিংস করলেন ব্রিটজকে

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nineteen =

Contact Us