সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে দ্রুত নির্বাচন দেয়া: গয়েশ্বর চন্দ্র রায়

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে দ্রুত নির্বাচন দেয়া: গয়েশ্বর চন্দ্র রায়

শেরপুর নিউজ ডেস্ক:

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত। সরকার শুধু সংস্কারের কথাই বলে। তবে তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দেয়া, যা তারা করছে না।

বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাট রেলওয়ে মাঠে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের দায়িত্ব ছিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা, তবে তাদের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভঙ্গুর, তাদের কাছ থেকে জনগণের দাবি পূরণ করার কোনো রোডম্যাপ পাওয়া যায়নি।

 

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমাদের নেত্রী খালেদা জিয়া কখনো আপোষ করেননি। তিনি শুধু বিএনপির নেতা নন, তিনি ১৮ কোটি মানুষের নেত্রী। যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসবে। আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি, একতরফা নির্বাচন নয়।

তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে বলেন, বর্তমানে দ্রব্যমূল্য অত্যন্ত উচ্চ, কিন্তু যারা উৎপাদন করছে তারা ন্যায্যমূল্য পাচ্ছে না। বাজার ব্যবস্থার সিন্ডিকেট এখনও বিদ্যমান, যার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করছে না।

এছাড়া, তিনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের কথা উল্লেখ করে বলেন, ফ্যাসিবাদের পতন ঘটাতে এক দফার আন্দোলন চলবে, এবং সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে।

গয়েশ্বর চন্দ্র রায় সরকারের প্রতি আহ্বান জানান যে, তারা যেন দ্রুত সুষ্ঠু নির্বাচন প্রদান করেন, যাতে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করতে পারে।

সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেক-সহ জেলা ও উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Check Also

বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে : রিজভী

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির উদারতার কারণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =

Contact Us