সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে : রিজভী

বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে : রিজভী

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির উদারতার কারণে জামায়াত ইসলামী বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তবে জামায়াত সবসময় মুনাফেকি করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যে দল ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে, সেই জামায়াত এখন আওয়ামী লীগকে মাফ করার কথা বলছে! ছাত্রদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ নেই।

রিজভী আরও বলেন, শেখ হাসিনা এখন পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উসকানি ছড়াচ্ছে। অথচ সেই ভারত আজ কিছু রাজনৈতিক দলের কাছে প্রিয় হয়ে গেছে, যা অত্যন্ত দুঃখজনক।

এসময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বিএনপি নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

Check Also

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে দ্রুত নির্বাচন দেয়া: গয়েশ্বর চন্দ্র রায়

শেরপুর নিউজ ডেস্ক:   বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Contact Us