সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন তার ভাই

সানি লিওনকে ব্যবহার করে টাকা উপার্জন করতেন তার ভাই

শেরপুর নিউজ ডেস্ক: শত চেষ্টা করেও প্রাক্তন নীল ছবির তারকা সানি লিওন অতীতের ছাপ নিজের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারেননি। বলিউডে পা রাখার পর থেকে নিজেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও, এখনও অনেক পরিচালক ও প্রযোজকের মনে তার অন্ধকার দুনিয়ার অধ্যায়ই বারবার ভেসে ওঠে।

অথচ সানির ইচ্ছা ছিল, সেই অধ্যায়কে পেছনে ফেলে শুধুমাত্র অভিনয়ের জগতে নিজের পরিচয় গড়ে তোলা।

সানি লিওন হলেন প্রথম ভারতীয় নারী, যিনি প্লেবয় ম্যাগাজিনের কভারে শোভা বাড়িয়েছিলেন। এই সাহসী সিদ্ধান্ত তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিলেও, ব্যক্তিগত জীবনে এনে দেয় নানা জটিলতা।

সানির কথায়, সেই সময়ের অভিজ্ঞতা সহজ ছিল না— এমনকি মা-বাবার কাছেও ছোট হতে হয়েছিল। পারিবারিক টানাপোড়েনে একটা সময় তাকে বাবার বাড়িও ছাড়তে হয়েছিল।

তবে সানি লিওনের জীবনের গল্পের একটি মজার দিকও আছে। তার তৈরি তথ্যচিত্রে অভিনেত্রী জানান, যদিও মা-বাবা তার পেশা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে ভাই কিন্তু সেই সময়টা বেশ কাজে লাগিয়েছিলেন।

সানির জনপ্রিয়তা থেকে লাভের সুযোগ হাতছাড়া করেননি তিনি। ভাইয়ের বন্ধুরা যখন সানির অটোগ্রাফ চেয়ে ভিড় করত, তখন সানির ভাই সেগুলো মোটা টাকায় বিক্রি করে পকেট মানি জোগাড় করতেন।

কানাডার অন্টারিওতে বড় হয়েছেন সানি লিওন। যদিও তিনি একজন পাঞ্জাবি পরিবারের মেয়ে। তার আসল নাম করণজিৎ কৌর বোহরা। কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে এই অভিনেত্রীর।

বিগ বস শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। এরপর পূজা ভাটের জিসম ২ সিনেমার হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন। পরবর্তীতে শুটআউট অ্যাট ওয়াডালা, রাগিণী এমএমএস ২, হেট স্টোরি ২, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

Check Also

নামের বানান ভুল একদম মানতে পারি না : কনকচাঁপা

শেরপুর নিউজ ডেস্ক: গান, ছবি আঁকার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নন্দিত কণ্ঠশিল্পী রুমানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =

Contact Us