Home / বিনোদন / ভালোবাসা দিবসের নাটক ‘বউ সোহাগী’

ভালোবাসা দিবসের নাটক ‘বউ সোহাগী’

শেরপুর নিউজ ডেস্ক:

ভালোবাসা দিবস উপলক্ষে অভিনেতা মোশাররফ করিম কাজ করেছেন কিছু নতুন নাটকে। সেই নাটক গুলোর একটি ‌‘বউ সোহাগী’। সুজিত বিশ্বাসের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। তাদের সঙ্গে আছেন আরও অনেকে। পরিচালক জানান, নাটকের গল্পে দেখা যাবে – গ্রামের ছেলে হেকমত সরদার। ছোট সময় থেকেই বেশ কিছু বিষয় নিয়ে তার ফোবিয়া রয়েছে।

এই যেমন পিঁড়ি ও নারীর প্রতি। আর এজন্য বিয়ে করতে ভয় পায় সে। কিন্তু তার মায়ের খুব ইচ্ছে ছেলের বউ দেখা। ছেলে হেকমতের এই ধরনের ফোবিয়া থাকায় মায়ের সেই ইচ্ছে পূরণ হচ্ছিল না। একদিন বাড়িতে হেকমতের ছোটকালের বন্ধু আরিফকে ডেকে আনে তার মা। এ সময় ঘর থেকে বের হয়ে বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছিল হেকমত। হঠাৎ বাড়িতে বন্ধুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সে।

এ সময় তার মা ও বন্ধু আরিফুল বলে, পাশের গ্রামে যাবে তাকে নিয়ে, এ কথা শোনার সাথে সাথেই কান্না শুরু করে হেকমত। মা ধমক দিয়ে থামায় তাকে। কিন্তু সে কোনোভাবেই যেতে রাজি না, তাই তো সে ঘরের খুটি ধরে রাখে যেন তাকে কেউ নিয়ে যেতে না পারে। একপর্যায়ে বন্ধু আরিফুল ও তার মাসহ কয়েকজন হেকমতকে দড়ি দিয়ে বেঁধে অটোতে করে নিয়ে যায় বিয়ের করাতে। কনের বাড়িতে গিয়ে ঘটে নতুন বিপত্তি।

এতে বিয়ে নিয়ে বেশ মজার কা- ঘটাতে দেখা যাবে এই অভিনেতাকে। বিয়ের আসরে কবুল বলে অজ্ঞান হয়ে যাবার মতো মজার দৃশ্যও থাকবে নাটকটিতে। ১২ ফেব্রুয়ারি প্রচারিত হয় নাটকটি,এরপর ইউটিউবে আসে নাটকটি।

Check Also

প্রাণ বাঁচাতে বিয়ের সিদ্ধান্ত নেন চিত্রনায়িকা পপি!

শেরপুর নিউজ ডেস্ক: কখনও কখনও বাস্তব জীবনের গল্প হার মানায় সিনেমার গল্পকেও। আর সেখানে যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =

Contact Us