Home / খেলাধুলা / দুই ওয়ানডে খেলে প্রোটিয়া ব্যাটার বিশ্বরেকর্ড গড়লেন

দুই ওয়ানডে খেলে প্রোটিয়া ব্যাটার বিশ্বরেকর্ড গড়লেন

শেরপুর নিউজ ডেস্ক:

ওয়ানডে অভিষেকেই বড় সেঞ্চুরি করে সবার নজর কেড়েছিলেন ম্যাথু ব্রিটজকে। পরের ম্যাচেও দেখা গেল সেই ধারাবাহিকতা। গতকাল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি না করতে পারলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। নিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে মোট ২০০ এর বেশি রান করেছেন তিনি, এর আগে যা করতে পারেনি আর কেউই।

করাচিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ব্রিটজকে ৮৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৩ রান করেন।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে ১৫০ রান করে রেকর্ড গড়েছিলেন তিনি। প্রথম দুই ওয়ানডেতে তার মোট রান ২৩৩, যা আগের রেকর্ডধারী ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইনসের (১৯৫) চেয়ে বেশি।

প্রথম দুই ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার পাশাপাশি ব্রিটজকে ভেঙেছেন হেইনসের আরেকটি রেকর্ডও। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড এতদিন ছিল হেইনসের ১৪৮, যা ব্রিটজকে নিজের ১৫০ রানের ইনিংস দিয়ে ছাড়িয়ে গেছেন।

গতকালের ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫২ রান তোলে। জবাবে খেলতে নেমে ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডেতে রান তাড়ায় এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়।প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

Check Also

চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ-ভারত ম্যাচ হবে নতুন পিচে

শেরপুর নিউজ ডেস্ক: বাজছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির দামামা। আজ মাঠে গড়াবে টুর্নামেন্টটির নবম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eight =

Contact Us