Home / দেশের খবর / দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা শুরু

দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা শুরু

শেরপুর নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে সাদ কান্দলভির অনুসারীদের বিশ্ব ইজতেমা বৃহস্পতিবার শুরু হয়েছে। বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । ইজতেমার এই পর্বে অংশ গ্রহণ করছেন নিজাম উদ্দিন মারকাজের তাবলীগের সাথীরা। ইজতেমা উপলক্ষে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, মজলিসে শূরার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। বয়ান করবেন পাকিস্তানের মাওলানা মাওলানা হারুন অর রশিদ। এই ধাপে সারা দেশ থেকে আগত মুসল্লিরা তাদের নির্ধারিত খিত্তায় এসে অবস্থানকরছেন। এছাড়া আসছেন সহস্রাধিক বিদেশি মুসল্লি। মূল ইজতেমা ময়দানকে ৮৫ টি খিত্তায় ভাগ করা হয়েছে।

ইতোমধ্যে আগত মুসল্লিদের ওযূ, গোসলের সুবিধার্থে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ময়দানে কাজ করছেন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সেবা সংস্থা। ময়দানে অবস্থান নেয়া মুসল্লিরা বলেছেন, এবার ময়দানের সব ধরনের সুযোগ সুবিধা নেয়া হয়েছে।

আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। আয়োজকরা জানিয়েছেন, বাদ আসর আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়েছে। এবার শবে বরাত, বয়ানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ইজতেমায় দিন পার করবেন মুসল্লিরা। এ ব্যাপারে ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোঃ. আবু সায়েম বলেন, নিজামুদ্দীন মারকাজের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। চলছে হেদায়াতি বয়ান। ইতোমধ্যে দেশ বিদেশ থেকে আগত মুসল্লিরা ময়দানে সমবেত হচ্ছেন। আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু না হলেও খিত্তায় খিত্তায় চলছে তালিম, বয়ানসহ ধর্মীয় আলোচনা।

বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের আমবয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। তার বয়ান বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ সাহেব চাঁদপুরী। এছাড়া বিশ্ব ইজতেমার ময়দানে প্রতিদিন ফজর নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৬টায়, জহুরের নামাজ অনুষ্ঠিত হবে দুপুর ২টায়, আসরের নামাজ অনুষ্ঠিত হবে বিকেল ৪টা ৩৫ মিনিটে, মাগরিব ওয়াক্তমতো এবং এশা বয়ানের ও তাশকিলের ৩০ মিনিট পর। আম বয়ানের পর বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইয়াকুব সিলানী (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।

বৃহত্তম জুমার নামাজ : বিশ্ব ইজতেমার প্রথম দিন বাদ ফজর বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। সকাল ১০টা ৩০ মিনিটে বিভিন্ন খিত্তায় খিত্তায় শুরু হবে তালিম। এদিন বিশ্ব ইজতেমার ময়দানে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ জুমার নামাজ। জুমার নামাজ পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিফুল ইসলাম। বাদ আসর বয়ান করবেন হাফেজ মনজুর সাহেব (নিজামুদ্দিন)। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জামশেদ সাহেব (নিজামুদ্দিন)।

ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর বয়ান করবেন মোরসালিন সাহেব (নিজামুদ্দিন)। সকাল ৯টা ৩০ মিনিটে তালিমের মওজু পরিচালনা করবেন মুফতি ইয়াকুব সাহেব (নিজামুদ্দিন)। বাদ জোহর আরব মেহমানরা বয়ান করবেন।

বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)। তৃতীয় দিন বয়ান ও আখেরি মোনাজাত: বিশ্ব ইজতেমার তৃতীয় দিন বাদ ফজর বয়ান করবেন মুফতি রিয়াসাত (নিজামুদ্দিন)। এরপর হেদায়েতের বয়ান ও দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জামশেদ (নিজামুদ্দিন)। আয়োজকরা জানিয়েছেন, ইজতেমায় আসা দেশবিদেশের সাথীদের জন্য পৃথক ভাষায় তালিমের ব্যবস্থা থাকবে।

Check Also

ঝিনাইদহে শীর্ষ চরমপন্থী নেতা হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: ঝিনাইদহ জেলার শৈলকূপায় চরমপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হানিফ (৫০) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =

Contact Us