শেরপুর নিউজ ডেস্ক:
কয়েক দিন আগেই ৪০ বছরে পা দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বয়সে আসার আগেই অনেক ক্রীড়াবিদ অবসর নিয়ে নেন। তবে এখনও মাঠে বেশ দুর্দান্ত সিআরসেভেন। করছেন একের পর একে রেকর্ড।
মাঠের পাশাপাশি মাঠের বাইরেও গড়ছেন রেকর্ড। এবার আরও একটি অর্জন নিজের ঝুলিতে যোগ করেছেন রোনালদো। খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’র হিসাবে এবারও বিশ্বের সবচেয়ে বেশি উপার্জন করা ক্রীড়াবিদ হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এই নিয়ে আয়ে টানা দ্বিতীয়বার সবার ওপরে রোনালদো।
২০২৪ সালে রোনালদোর মোট আয় ২৬ কোটি ডলার বা প্রায় ৩১৫০ কোটি টাকা। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে শুধু পারিশ্রমিক বাবদই পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। বিভিন্ন স্পনসর চুক্তি থেকে পেয়েছেন আরও সাড়ে চার কোটি ডলার।
৩৬ বছর বয়সী বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি সর্বোচ্চ আয়ের এই তালিকায় দ্বিতীয়। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের এই তারকা গত বছর পারিশ্রমিক বাবদ পেয়েছেন ৫ কোটি ৩৮ লাখ ডলার। বিভিন্ন স্পনসর থেকে আয় করেছেন ১০ কোটি ডলার।
ব্রিটেনের ৩৬ বছর বয়সী সাবেক বক্সার টাইসন ফিউরি ১৪ কোটি ৭০ লাখ ডলার আয় করে এই তালিকার তিনে। গত বছর পারিশ্রমিক বাবদ আয় করেছেন ১৪ কোটি ডলার। বাকি ৭০ লাখ ডলার আয় করেছেন স্পনসর চুক্তি থেকে।
এই তালিকায় চারে আছেন রোনালদোর দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ৩৭ বছর বয়সী ইন্টার মায়ামি তারকা গত বছর মোট ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন। পারিশ্রমিক বাবদ ৬ কোটি ডলার এবং স্পনসর চুক্তি থেকে সাড়ে ৭ কোটি ডলার আয় করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ১৩ কোটি ৩২ লাখ ডলার আয় করে পাঁচে বাস্কেটবল কিংবদন্তি ৪০ বছর বয়সী লেব্রন জেমস।
২০২৪ সালে শীর্ষ আটজনের মধ্যে ৩৩ বছর বয়সী নেইমারই একমাত্র খেলোয়াড়, যার বয়স ৩৬-এর নিচে। রোনালদোর পর আছে এনবিএ তারকা স্টিফেন কারি।