ধুনটে (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় একটি বিয়ের ভোজনে মাংস চাওয়া-পাওয়া নিয়ে বিরোধের জেরে বর পক্ষের হামলায় কনে পক্ষের নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)।
বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে বর পক্ষের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনের মামা বাদি হয়ে বরপক্ষের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কনেপক্ষের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামে। আর বরপক্ষের বাড়ি ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে। বরের নাম জামাল উদ্দিন। বুধবার কনেপক্ষের বাড়িতে বর ও বরপক্ষের লোকজন গিয়ে বিয়ে করে নববধূকে ইশ্বরঘাট গ্রামে নিয়ে এসেছে। তবে কনের বাড়িতে বর পক্ষের ৬০ জন লোক যাওয়ার কথা থাকলেও সেখানে শতাধিক লোক যাওয়া হয়েছিল। এ বিষয়টি নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে কনে পক্ষের লোকজন বরের বাড়িতে আসেন। দুপুরে ভোজনের সময় বর পক্ষ নিম্নমানের মাংস কনেপক্ষের লোকজনকে খেতে দেয়। এ বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বরপক্ষের হামলায় কনেপক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মেয়ের মামা সোহাগ হোসেন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। তবে এ বিষয়ে মুঠোফোনে বর পক্ষের সাথে যোগাযোগ করে তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ধুনট থানার এসআই স্বপন কুমার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরে স্থানীয়দের মধ্যস্ততায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে।