সর্বশেষ সংবাদ
Home / কৃষি / ধুনটে যন্ত্রের মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের উদ্বোধন

ধুনটে যন্ত্রের মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক: ধুনট উপজেলায় প্রথমবারের মতো আধুনিক যন্ত্রের মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে ফসলের মাঠে কৃষকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতিতে ধান আবাদ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান ও এখলাস হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, চোকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু,আইনজীবী রেজানুর রহমান ঠান্ডু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কৃষক গোলম রব্বানী।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারি কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে ৭০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে রাইস-ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে উপশী জাতের বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। এ কার্যক্রমের উদ্দেশ্য হলো সমলয় এবং শ্রম সাশ্রয় করা। প্রতিনিয়ত কমছে কৃষি শ্রমিক। এ সমস্যার সমাধানে একটি কার্যকরী উপায় বের করেছেন কৃষি বিজ্ঞানীরা। এই পদ্ধতিটি সমলয়। নতুন এ পদ্ধতিতে বীজতলা থেকে ফসল কাটা পর্যন্ত, সবই এক সময়ে একযোগে করা হবে। এ জন্য কৃষকদের বিনামূল্যে বীজ, সারসহ দেওয়া হচ্ছে যান্ত্রিক সহযোগিতা। স্বল্প মানুষের সাহায্যে কাজটা করবে যন্ত্র।

Check Also

নীলফামারীর ডিমলায় ক্ষেতেই নষ্ট হচ্ছে আলু

শেরপুর নিউজ ডেস্ক: নীলফামারীর ডিমলায় সরকারি বা বেসরকারিভাবে কোনও হিমাগার (কোল্ড স্টোরেজ) না থাকায় ক্ষেত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 14 =

Contact Us