সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনটে যমুনা নদীতে ৪ বন্ধু নিখোঁজ ,উদ্ধার ৩

ধুনটে যমুনা নদীতে ৪ বন্ধু নিখোঁজ ,উদ্ধার ৩

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে নেমে  কলেজ পড়ুয়া ৪ বন্ধু নিখোঁজ হয়েছিল। এরমধ্যে স্থানীয়রা ৩ বন্ধুকে উদ্ধার করলেও ১ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকায় এ ঘটনা ঘটে।

যমুনায় নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ রহমান (১৮)। সে বগুড়ার শেরপুর শহরের টাইন কলোনির জাহিদুল ইসলামের ছেলে। এছাড়া যমুনা নদী থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, শেরপুর টাউন কলোনি এলাকার আবুল কালামের ছেলে মাফিজ ইকবাল (১৮), গোলাম সরোয়ারের ছেলে সোয়েব আহম্মেদ (১৮) ও সোলায়মান আলীর ছেলে অওফি হাসান (১৮)। উদ্ধারকৃতরা সুস্থ রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা জায়, যমুনা নদীর বানিয়াজান স্পার এলাকা স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। ছুটির দিনে ভ্রমন পিপাসুরা  এখানে বেড়াতে আসেন। এক পর্যায়ে অসাবধানতাবসত যমুনা নদীতে পড়ে ডুবে যায় ৪ বন্ধু। এ সময় সেখানকার অন্য ভ্রমণকারীরা স্থানীয়দের সহযোগিতায় নৌকার সাহায্যে ৩ বন্ধুকে উদ্ধার করে। আর এক জনকে উদ্ধার করতে পারেননি।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীর পানিতে প্রবল স্রোত বইছে। এ কারণে নিখোঁজ জুনায়েদ রহমান ভাটির দিকে ভেসে যেতে পারে। তাকে উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরি দলের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ইতোমধ্যেই ডুবুরি দল রাজশাহী থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

Check Also

শেরপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা বুলু গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বুলুকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 14 =

Contact Us