শেরপুর নিউজ ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ছিলেন গ্লেন ফিলিপস। সাউথ আফ্রিকার বিপক্ষে কিউইদের জয় এনে দিয়েছিলেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। সাউথ আফ্রিকা ও পাকিস্তানকে হারিয়ে সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে নিউজিল্যান্ড। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘার সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারানো পাকিস্তান।
আগের ম্যাচে সাড়ে তিনশ পেরিয়ে জয় পাওয়া পাকিস্তান যেন নিউজিল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারলেন না। উইলিয়াম ও’রুর্কি, মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েলদের দাপুটে ব্যাটিংয়ে পাকিস্তানের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। প্রথম দুই ম্যাচে ফিলিপস, কনওয়ে এবং উইলিয়ামসন জয়ের নায়ক হলেও ফাইনালে অবদান রাখলেন সবাই মিলে। ২৪৩ রানের লক্ষ্য তাড়ায় ড্যারিল মিচেল, টম লাথামদের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটের সহজ জয়ই পেয়েছে নিউজিল্যান্ড।
Check Also
চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ-ভারত ম্যাচ হবে নতুন পিচে
শেরপুর নিউজ ডেস্ক: বাজছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির দামামা। আজ মাঠে গড়াবে টুর্নামেন্টটির নবম …