Home / বিদেশের খবর / পশ্চিমবঙ্গে আবারও ডুবে গেল বাংলাদেশি জাহাজ, ১২ ক্রুকে উদ্ধার

পশ্চিমবঙ্গে আবারও ডুবে গেল বাংলাদেশি জাহাজ, ১২ ক্রুকে উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:
একমাসের ব্যবধানে পশ্চিমবঙ্গের জলসীমায় আবারও ডুবে গেল একটি বাংলাদেশি জাহাজ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে ডুবে যায় ছাই বোঝাই এভভি সি ওর্য়াল্ড জাহাজটি। এটি কিং ওশান শিপিং লাইন্স নামে একটি বাংলাদেশি শিপিং কোম্পানির মালিকানাধীন।

জাহাজটি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই বোঝাই করে বাংলাদেশে ফিরছিল। পথেই আচমকা জাহাজের তলায় বিকট শব্দ হয়। এরপরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এরপর ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি। পরে নদীতে সম্পূর্ণ ডুবে যায় এটি। তবে উদ্ধার করা হয়েছে জাহাজটির ১২ ক্রুকে।

জানা গেছে, এমভি সি ওয়ার্ল্ড নামের ওই জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি বজবজ থেকে মুড়িগঙ্গা হয়ে সমুদ্রে যাওয়ার পথে ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ে ধাক্কা মারে, যার জেরেই এই দুর্ঘটনা।

জাহাজ মুড়িগঙ্গা নদীর চরে ধাক্কা মারায় ডেকসহ বডিতে মাঝখান থেকে বড় ফাটল ধরে। সেখান দিয়ে হু হু করে নদীর জল ঢুকতে শুরু করে। বিষয়টি বুঝেই জাহাজের নাবিকরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করে দেন। তখন নদীতে স্থানীয় মৎস্যজীবীরা চিৎকার শুনে পণ্যবাহী জাহাজটির কাছে যান।

এছাড়া জাহাজের কর্মীদের চিৎকার শুনতে পেয়ে কাছাকাছি থাকা ভারত জেলেদের নৌকা জাহাজটির কাছে গিয়ে বুঝতে পারে জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দ্রুতই ডুবে থাকা জাহাজটির ১২ ক্রু’কে উদ্ধার করেন তারা। ফোন করে পুরো ঘটনা জানানো হয় স্থানীয় গঙ্গাসাগর থানায়। কিছুক্ষণের মধ্যেই স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে হাজির হয় গঙ্গাসাগর থানার পুলিশ বাহিনী।

ওই ক্রুদের রুদ্রনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।

গোটা ঘটনার বিষয়ে জাহাজটির মালিক কোম্পানিকে জানিয়েছেন জাহাজটির কর্মীরা। তাদের সিদ্ধান্ত জানার পরেই জাহাজ উদ্ধারের কাজ শুরু হবে। যেহেতু হুগলি নদীর এই অংশটি জাহাজ চলাচলের ব্যস্ত রুট তাই দ্রুতই জাহাজটি উদ্ধারের চেষ্টা করছেন তারা।

নদীতে ভাটার টান থাকায় জল কমে গিয়েছিল অনেকটাই। সেসময় জাহাজটি তীরের কাছে চলে আসে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের পরিচয় নেওয়ার কাজ চলছে।পাশাপাশি এই ঘটনাটি কীভাবে ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, হুগলি জেলার বাঁশবাড়িয়া সংলগ্ন এলাকার ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের থেকে ছাই নিয়ে ফেরার সময় গঙ্গায় ডুবে যায় এডি বছিরউদ্দিন কাজি নামে একটি বাংলাদেশি জাহাজ।

Check Also

বিশাল আকৃতির এক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে!

শেরপুর নিউজ ডেস্ক: ওয়াইআর৪ নামের এক বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যা আঘাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eight =

Contact Us