Home / দেশের খবর / ফরিদপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে মানুষের ঢল

ফরিদপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে মানুষের ঢল

শেরপুর নিউজ ডেস্ক:
ফরিদপুরের সদরপুরে আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলি হজরত মাওলানা শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরির ( কু ছে আ) চার দিনব্যাপী পবিত্র ওরস শুরু হচ্ছে শনিবার। শনিবার ওরস শুরু হলেও একদিন আগে শুক্রবার থেকেই দরবার শরীফে মানুষের ঢল নেমেছে। কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নৌপথে লাখো আশেকান ও জাকেরানরা জাকের মঞ্জিলে সমবেত হয়েছেন।

এর আগে শুক্রবার লক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে জুমার নামাজ আদায় করা হয়। নামাজের আগে ওরস উপলক্ষে দরবার শরিফের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের ওরস বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।

বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের প্রধান সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে।

তিনি বলেন, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ওরস সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান এবারের ওরসে অংশ নেবেন। তাদের জন্য পঁচিশ হাজার সেচ্ছাসেবক কাজ করছেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে তিন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের বৃহত্তর ফরিদপুরের প্রধান ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হচ্ছেন। ওরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

তিনি বলেন, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু ছে আ) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ওরস চলাকালীন চার দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন। মঙ্গলবার ফজর নামাজ পর শাহসুফি ফরিদপুরী (কু ছে আ) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চার দিনের এই ওরস শরীফ শেষ হবে।

Check Also

ঝিনাইদহে শীর্ষ চরমপন্থী নেতা হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: ঝিনাইদহ জেলার শৈলকূপায় চরমপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হানিফ (৫০) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + thirteen =

Contact Us