শেরপুর নিউজ ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক ঝগড়ায় ভাতিজার হাতে চাচা হোছাইনগীর (৩৬) নিহত হয়েছেন।
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোছাইনগীরের স্ত্রীর সাথে আপন বড় ভাই হাছানগীরের স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরে আপন চাচা হোছাইনগীরকে ভাতিজা ফোরকান প্রকাশ কালু বদরখালী ফুলতলা স্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে ফোরকান প্রকাশ কালু পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন হোছাইনগীরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে ডাক্তার চকরিয়া হাসপাতালে রেফার করেন।
হাসপাতালে যাওয়ার পথেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন হোছাইনগীর।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়া ঘটনা অবগত হয়েছেন জানিয়ে বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।