সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেওয়ার দাবি

ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেওয়ার দাবি

শেরপুর নিউজ ডেস্ক: ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন মার্কিন লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই লেখিকা দাবি করেন, মাস পাঁচেক আগে তিনি সন্তানের জন্ম দিয়েছেন। সেই সন্তানের বাবা হলেন ইলন মাস্ক। খবর নিউ ইয়র্ক পোস্টের।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে রেকর্ড অর্থ দেওয়া এই ধনকুবের এখন মার্কিন যুক্তরাষ্ট্র চালাচ্ছেন— বিরোধীদের এমন দাবির মাঝে মাস্ক নিয়ে বড় দাবি করলেন মার্কিন এই লেখিকা।

কিন্তু তিনি এত বড় বিষয়টি এত দিন পরে বলছেন কেন? এই বিষয়ে লেখকের দাবি, তিনি এত দিন এই ব্যাপারটা গোপন করেছিলেন, কারণ তিনি তার সন্তানের নিরাপত্তা আর গোপনীয়তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন। কিন্তু এক ট্যাবলয়েড মিডিয়া তার সন্তানের খবর জেনে যাওয়ায়, তিনি সেই খবর প্রকাশের আগেই সত্যিটা নিজে থেকে জানিয়ে দিলেন বলে অ্যাশলে দাবি করেন। এর আগে ইলন মাস্কের চার নারীর সঙ্গে ১২টি সন্তান আছে।

অ্যাশলের দাবি, তিনি মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছেন। ‘এলিফ্যান্ট আর নট বার্ডস’ (হাতিরা পাখি নয়) নামের এক বই লিখে জনপ্রিয় হয়েছিলেন অ্যাশলে।

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সাথে পাঁচটি সন্তান রয়েছে। এর মধ্যে — প্রথমে যমজ সন্তান ভিভিয়ান এবং গ্রিফিন এবং তারপরে তিন সন্তান কাই, স্যাক্সন এবং ড্যামিয়ান।

পপ-তারকা গ্রিমসের সঙ্গে মাস্কের তিনটি সন্তান রয়েছে। যার মধ্যে রয়েছে ছোট ছেলে এক্স, যাকে হোয়াইট হাউসে মাস্কের সঙ্গে দেখা গিয়েছিল, মেয়ে এক্সা ডার্ক সাইডারেল এবং ছেলে টেকনো মেকানিকাস।

এ ছাড়া নিউরালিংকের নির্বাহী শিভন জিলিসের সঙ্গে মাস্কের যমজ সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার যাদের ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের সময় দেখা গিয়েছিল।

Check Also

মালিতে স্বর্ণখনি ধসে নিহত ৪৮

  শেরপুর নিউজ ডেস্ক: আফ্রিকার দেশ মালির এক স্বর্ণখনিতে দুর্ঘটনায় অন্তত ৪৮ জন প্রাণ হারিয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 4 =

Contact Us