সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়া সিটি কর্পোরেশনের প্রস্তাব উঠছে ডিসি সম্মেলনে

বগুড়া সিটি কর্পোরেশনের প্রস্তাব উঠছে ডিসি সম্মেলনে

শেরপুর নিউজ ডেস্ক: স্টাফ রিপোর্টার : বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব নিয়ে এবারের ডিসি সম্মেলনে যোগ দিচ্ছেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। আরও অনেক প্রস্তাবসহ মাঠ প্রশাসনের অন্তত সাড়ে ৩শ’ প্রস্তাব নিয়ে আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনের ডিসি সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানিয়েছেন, বিদ্যমান আইন অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা অন্তত চার লাখ হতে হবে। বগুড়া পৌরসভার জনসংখ্যা সাড়ে চার লক্ষাধিক। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে তিন হাজার প্রয়োজন হলেও বগুড়া শহরে ঘনত্ব পাঁচ হাজার ৮৪৩ জন। আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। আর বগুড়া পৌর এলাকার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার। বগুড়া শহরটি ব্যবসা প্রধান ও শিল্পসমৃদ্ধ হওয়ায় স্থানীয় আয় পাঁচ কোটি টাকার বেশি। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে এই পৌরসভার বার্ষিক আয় ৪৬ কোটি টাকার বেশি, যা সিটি করপোরেশন হওয়ার শর্তের ১০ কোটি টাকার ন্যূনতম সীমা ছড়িয়ে যায়। প্রস্তাবিত এলাকায় শিল্পপ্রতিষ্ঠান থাকতে হবে এবং তা বাণিজ্যিক হতে হবে। বগুড়ায় বিসিক শিল্পনগরী এলাকায় ছোট-মাঝারি ও বড় মিলে প্রায় ২০ হাজার শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত এলাকার ভৌত অবকাঠামো সুবিধাদি থাকতে হবে, যা ভবিষ্যতে সম্প্রসারণযোগ্য। প্রায় এক হাজার ৩৪০ কিলোমিটার রাস্তা, এক হাজার ২১০ কিলোমিটার ড্রেন, একটি বিশ্ববিদ্যালয় কলেজসহ চারটি সরকারি কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিক্যালসহ দুইটি সরকারি হাসপাতাল, ব্যাংক, বীমা, শপিং মল, ফাইভ ও ফোরস্টার হোটেলসহ বিস্তৃত অবকাঠামো রয়েছে, যা সস্প্রসারণযোগ্য।

স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বগুড়া বহু আগেই সিটি করর্ােরেশন হওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় সরকারি কোনো কর্মকর্তা এতো দিন এ নিয়ে প্রস্তাব করার সাহস করেননি। রাজনৈতিকভাবে রোষাণলে পড়ার ভয়ে বগুড়ার কোনো রাজনীতিবিদও এ নিয়ে কোথাও কোন দাবি তোলেননি। তবে বগুড়ার বর্তমান ডিসি’র পক্ষ থেকে এমন প্রস্তাব আসায় মন্ত্রণালয় বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে বলে জানা গেছে। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা অনুমোদন পেলে এটি হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।

Check Also

বগুড়ায় যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় জেলা যুবদলের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির ১০১ জন সদস্যের প্রথম পরিচিতি সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

Contact Us