বগুড়ার শেরপুরে প্রবীণ আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন প্রামাণিক আর নেই। তিনি বার্ধক্য জনিত কারণে ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল সাড়ে চারটায় উপজেলার বিশালপুর গ্ৰামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন প্রামাণিক এর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর । তিনি বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী , ৪ ছেলে ২ মেয়ে , নাতি- নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন। শনিবার রাত ৯ টায় বাসভন চত্বরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
Check Also
সোনাতলায় যুবদল নেতা হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় যুবদল নেতা রাশেদ মিঞা হত্যা মামলায় বিএনপি নেতা সেলিম …