Home / বগুড়ার খবর / শেরপুরে কলেজ ছাত্র জুনায়েদের দাফন সম্পন্ন

শেরপুরে কলেজ ছাত্র জুনায়েদের দাফন সম্পন্ন

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার ধুনটের শিমুলবাড়ি স্পার এলাকায় যমুনা নদীতে নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর শনিবার (১৫ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে শেরপুর টাউন কলোনী এলাকার কলেজ ছাত্র জুনায়েদ আহমেদ সাদ এর লাশ উদ্ধার করা হয়। সে শেরপুর উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি জাহিদুর রহমান ময়দানের একমাত্র ছেলে এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (আরডিএ) উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস এর ডুবুরি দল চেষ্টা করলেও শেষ পর্যন্ত লাশটি উদ্ধার করেন স্থানীয় ডুবুরি বানিয়াজান গ্ৰামের মোঃ রাজ্জাক। মোঃ রাজ্জাক ও তার ভাতিজা গত শুক্রবার দুর্ঘটনার সময় আরও তিন জনকে জীবিত উদ্ধার করেন বলে তিনি জানান। জুনায়েদ আহমেদ সাদ এর মৃত্যুতে ঘটনাস্থলে এবং টাউন কলোনী এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার বিকালে তার লাশ শেরপুর টাউনকলোনী বাসায় আনা হলে তাকে একনজর দেখার জন্য শত শত মানুষ ভীড় করে। উল্লেখ্য শেরপুর থেকে চার বন্ধু স্থানীয় কক্সবাজার খ্যাত শিমুলবাড়ী বানিয়াজান স্পার এলাকায় শুক্রবার (১৪ফেব্রুয়ারি) বেড়াতে গেলে অসাবধানবশত যমুনা নদীতে পরে ডুবে যায়। এসময় স্থানীয় ডুবুরি মোঃ রাজ্জাকসহ অন্যান্য লোকজন তিন জনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করলেও জুনায়েদকে খুঁজে পাওয়া যায় নি। অবশেষে প্রায় ২৪ ঘন্টা পর শনিবার (১৫ফেব্রুয়ারি) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, শিক্ষার্থী জুনায়েদ নিখোঁজের একদিন পর তার লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। মরদেহটি উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিক্ষার্থী জুনায়েদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বাদএশা নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

Check Also

শেরপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা বুলু গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বুলুকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nineteen =

Contact Us