সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / মালিতে স্বর্ণখনি ধসে নিহত ৪৮

মালিতে স্বর্ণখনি ধসে নিহত ৪৮

 

শেরপুর নিউজ ডেস্ক:

আফ্রিকার দেশ মালির এক স্বর্ণখনিতে দুর্ঘটনায় অন্তত ৪৮ জন প্রাণ হারিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত ওই খনিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ধস নেমে প্রাণহানির ওই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, দুর্ঘটনার শিকার পরিত্যক্ত ওই খনি আগে একটি চীনা প্রতিষ্ঠান পরিচালনা করতো। ভুক্তভোগীদের সন্ধান ও উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের আশঙ্কা, আরও অনেক মানুষ আটকা পড়ে আছেন।

এএফপিকে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের অনেকে পানিতে পড়ে গেছেন। তাদের মধ্যে বাচ্চাসহ এক মা রয়েছেন। অন্য এক স্থানীয় কর্মকর্তা এবং স্বর্ণখনি শ্রমিকদের সংস্থা এসব বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে।

আফ্রিকার অন্যতম স্বর্ণ উৎপাদক দেশ মালি অবৈধ খনন কাজ নিয়ন্ত্রণ করতে দীর্ঘদিন ধরেই হিমশিম খাচ্ছে। ভূমি ও সুরঙ্গ ধসে প্রায়শই এসব খনিতে মারাত্মক দুর্ঘটনা ঘটে।

চলতি বছর জানুয়ারিতেই, দেশটির দক্ষিণাঞ্চলে এক স্বর্ণখনি ধসে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। ওই দুর্ঘটনার পর এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

তার আগের বছরই, গতকালের দুর্ঘটনাস্থলের কাছেই এক স্বর্ণখনিতে ৭০ জনের বেশি নিহত হন।

দেশটির অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই স্বর্ণ উত্তোলন। তাই, নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক দিক বিবেচনাতেও অবৈধ খনন নিয়ন্ত্রণে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

Check Also

সুইডেনে তুষার ঝড়ে সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত

শেরপুর নিউজ ডেস্ক: সুইডেনের পূর্বাঞ্চলে তীব্র তুষারঝড়ের ফলে বেশ কয়েকটি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eleven =

Contact Us