Home / দেশের খবর / প্রশাসন এবং সরকারের কাছে জনগণ নিরপেক্ষতা প্রত্যাশা করে: উপদেষ্টা নাহিদ

প্রশাসন এবং সরকারের কাছে জনগণ নিরপেক্ষতা প্রত্যাশা করে: উপদেষ্টা নাহিদ

শেরপুর নিউজ ডেস্ক:

রাজনৈতিক দল, রাষ্ট্র এবং সরকার—‘বিগত ফ্যাসিজমের সময়’ সব একাকার হয়ে গেছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘এই কনসেপ্টটা আমাদের আলাদা করতে হবে। প্রশাসন ক্যাডারের লোকেরা, সরকারের লোকেরা; রাষ্ট্রের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। সেই নিরপেক্ষতা, সেই সততা, সেই পেশাদারত্ব—বাংলাদেশের জনগণ তাদের কাছে প্রত্যাশা করে। আমরা সেই ধরনের মর্যাদাবান এবং ব্যক্তিত্ববান অফিসার বাংলাদেশে দেখতে চাই।’

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’ আয়োজিত বার্ষিক সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে প্রধানতম একটি আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ এবং পাশাপাশি মেধাভিত্তিক এবং দুর্নীতিহীন প্রশাসন। সেই মেধাবৃত্তিক এবং দুর্নীতিহীন প্রশাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারপর মনে করি, এই যাত্রাটা কেবল শুরু হয়েছে। আমাদের এই যাত্রাটা অব্যাহত থাকবে এবং সে অব্যাহত যাত্রার সঙ্গে আমরা সবাইকে সাথে চাচ্ছি।’

জুলাই-আগস্ট আন্দোলনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নেতিবাচক ভূমিকা ছিল উল্লেখ করে আন্দোলনের অন্যতম এই নেতা বলেন, ‘এই ঘটনা আমাদের অজানা নয়। আমরা দেখেছি ২০১৮ সালের নির্বাচনে মাঠ পর্যায়ে ইউএনও-ডিসিরা কীভাবে ভোট ডাকাতিতে সহযোগিতা করেছেন। আমরা চাই সামনের বাংলাদেশ এ ধরনের কোনও পরিস্থিতি যেন তৈরি না হয়। প্রশাসনকে যেন সরকার কোনোভাবে দলীয়করণ করতে না পারে। প্রশাসনের জায়গা থেকেও তারা যেন এ ধরনের রাজনৈতিক এবং ন্যক্কারজনক কাজে অংশগ্রহণ না করে, সেই কমিটমেন্ট জাতির কাছে করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই এ দেশের সন্তান। আমাদের সবাইকে মিলে দেশকে রক্ষা করতে হবে। দেশের স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা রক্ষা করে এগিয়ে যেতে হবে। আমাদের কাছে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা হয়তো এখনও বাস্তবায়ন করতে পারিনি। তবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের সেই সদিচ্ছা আছে। সেটা সবসময় প্রকাশ করে যেতে হবে এবং তার সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ আসবে নির্বাচনের সময়। কারণ বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি। বাংলাদেশের প্রশাসনও কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয়, তা হয়তো ভুলে গেছে। ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ।’

Check Also

ঝিনাইদহে শীর্ষ চরমপন্থী নেতা হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: ঝিনাইদহ জেলার শৈলকূপায় চরমপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হানিফ (৫০) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − two =

Contact Us