সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / সুইডেনে তুষার ঝড়ে সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত

সুইডেনে তুষার ঝড়ে সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত

শেরপুর নিউজ ডেস্ক:

সুইডেনের পূর্বাঞ্চলে তীব্র তুষারঝড়ের ফলে বেশ কয়েকটি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে শতাধিক লোক আহত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে কয়েক ডজন গাড়ি এবং ট্রাক একে অপরের সাথে ধাক্কা খেতে দেখা যায়। এ সময় অনেকগুলো গাড়ি বিধ্বস্ত হয়ে যায়। এসব গাড়ির সবগুলোই তুষারে ঢাকা পড়ে গেছে।

দেশটির জরুরি তথ্য কর্তৃপক্ষ সংক্ষিপ্তভাবে সতর্ক করে দিয়েছে, দুর্ঘটনাগুলো স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর একটি বড় ধরণের চাপ তৈরি করেছে এবং স্থানীয় সরকার জরুরি ব্যবস্থার ঘোষণা দিয়েছে।

আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা মিকায়েল কোহলার বলেন, ‘ই-১৮ সড়কে এ দুর্ঘটনার পর মোট ১০৬ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।’ এই সড়কে প্রায় ৯৫টি গাড়ি সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে জানা গেছে।

Check Also

ইরান-সৌদি আরবের সুসম্পর্ক কী ক্ষণস্থায়ী?

শেরপুর নিউজ ডেস্ক: ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ২০২৩ সালের মার্চ থেকে এক নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 7 =

Contact Us