শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শাজাহানপুরে নির্মানাধীন একটি বাড়ির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আশেকপুর ইউনিয়নের গন্ডগ্রাম পলাশবাড়ি গ্রমে। এ ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বাড়ির মালিক মৃত যদুনাথ মিত্রের ছেলে প্রতাপ মিত্র (৬২)।
অভিযোগ সূত্রে জানা গেছে, এক মাস আগে নিজ মালিকানাধীন জমিতে পাকা বাড়ি নির্মাণ কাজ শুরু করেন প্রতাপ মিত্র। কাজ শুরুর ২-১ দিন পর থেকেই কয়েক ব্যক্তি ১০ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে। এক পর্যায়ে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ৪ ব্যক্তি নির্মানাধীন বাড়িতে হাজির হয় এবং নির্মাণ শ্রমিকদের গালিগালাজ করতে থাকে। বাড়ির মালিক গালিগালাজে বাধা দিলে তাকে নানা রকম হুমকি দেয় এবং বলে টাকা না দিলে ৪ শতক জমি জবর দখল করে নিবে। এ ঘটনায় রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রতাপ প্রামাণিক, হারুন, আলম ও পিন্টু নামের ৪ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় চাঁদাবাজির অভিযোগ করেছেন প্রতাপ মিত্র।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, চাঁদা দাবির অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।