সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু তৌহিদী জনতা নয়, মব সৃষ্টিকারী সব জনতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মবের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে‌।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন তিনি।

দুর্নীতি প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ছয় মাসে দুর্নীতি অনেক কমেছে, তবে তা সহনীয় পর্যায়ে আসেনি। দেশের প্রতিটি সেক্টরেই দুর্নীতি আছে, দুর্নীতি কমাতে পারলে দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ ভেরিফিকেশন জনগণের ভোগান্তি রোধে তুলে নেওয়া হয়েছে। রোহিঙ্গারা যাতে এনআইডি না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে আর যারা পেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কোস্টগার্ডের প্রতিটি সদস্যকে সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে নির্দেশ দিয়ে উপদেষ্টা বলেন, কোস্টগার্ড দেশের অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। এ বাহিনীর আধুনিকায়নে সম্প্রতি আর্মারড বা বুলেট প্রুফ সুবিধা সম্বলিত হাইস্পিড বোট, হেলিকপ্টারসহ রেসকিউ ড্রোন, ৯টি প্যাট্রোল ভেসেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে এ বাহিনীর অপারেশনাল সক্ষমতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে।

বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক দেওয়া হয়।

 

Check Also

মহান একুশে ফেব্রুয়ারি আজ

শেরপুর নিউজ ডেস্ক: অমর একুশে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহিদ দিবস এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Contact Us